Header Ads

Header ADS

এতো ধারাবাহিকতা সাকিব বলেই সম্ভব

 এতো ধারাবাহিকতা সাকিব বলেই সম্ভব । ব্যাটিং ,বোলিং ,ফিল্ডিং,অধিনায়কত্ব।পারফেকশান বোধ হয় একেই বলে।গত ৩ ম্যাচে সাকিব ব্যাটিং এ ১৪১ রান করেছিলেন ৪৭ গড়ে। বল হাতে ও শিকার করেছিলেন ৭ উইকেট।



আজকে ও ব্যাট হাতে ১৯ বলে করলেন ২০০ স্ট্রাইক রেট এ ৩৮ রান ।ইনিংসে ছিলো ২ টি চার ও ৪ টি ছক্কার মার । আরেকটু সাবধানী হলে টানা ৩য় ফিফটির দেখা পেয়ে যেতেন।


এরপর বল হাতে ও দেখা দিলেন নিজের চিরচেনা রুপে। ৪ ওভারে ২৩ রান দিয়ে শিকার করলেন ২ উইকেট । ইকোনামি ৫.৭৫। ডট বল করলেন ১৪ টি । এরকম একটা হাই স্কোরিং ম্যাচে সাকিবের পক্ষেই সম্ভব।


টানা ৪ টি ম্যান অফ দি ম্যাচ তাও ২০-২০ ফরম্যাটে মানুষটা সাকিব আল হাসান বলেই হয়তো সম্ভব। এভাবেই চালিয়ে যান সাকিব। মুগ্ধ হয়ে আমরা উপভোগ করতে থাকি সাকিব শো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.